এই মিডফিল্ডারের বিরুদ্ধে গঠিত চারটি অভিযোগ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হামের চারটি ম্যাচের সঙ্গে সংশ্লিষ্ট— যার মধ্যে ২০২২ সালের ১২ নভেম্বরে ওয়েস্টহাম-লেস্টার সিটি ম্যাচ, ২০২৩ সালের ১২ মার্চ, ২১ মে ও ১২ আগস্ট যথাক্রমে অ্যাস্টন ভিলা, লিডস ইউনাইটেড ও বোর্নমাউথের সঙ্গে ম্যাচ। গত বছরের আগস্ট থেকেই বেটিং নিয়ে নিয়ম ভাঙার অভিযোগে তদন্তের অধীনে আছেন তিনি।
এফএর এই অভিযোগ গঠনের প্রতিক্রিয়ায় ২৬ বছর বয়সী মিডফিল্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, তিনি ভীষণ বিস্মিত ও হতাশ, ৯ মাস ধরে আমি তাদের তদন্ত প্রক্রিয়ার সব রকম তথ্য দিয়ে সাহায্য করেছি। আমি সবসময় অভিযোগ অস্বীকার করে আসছি এবং নিজেকে কলঙ্কমুক্ত করতে লড়াই চালিয়ে যাব।
পুরো প্রক্রিয়ায় তার পাশে দাঁড়ানো এবং সমর্থন দেওয়ার কথা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন তার ক্লাব ওয়েস্টহাম।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ হতে পারেন ওয়েস্টহামের এই ফুটবলার।
তবে নিয়মের ভাঙার এইসব অভিযোগের জবাব দিতে ৩ জুন পর্যন্ত সময় পাচ্ছেন ব্রাজিলের কোপা আমেরিকা স্কোয়াডে ডাক পাওয়া এই খেলোয়াড়। আছে সময় বাড়ানোরও সুযোগ।
0 মন্তব্যসমূহ